কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হলেন লালমাইয়ের এডভোকেট শুভ্র

119

নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২২-২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে এনটিভির সিনিয়র রিপোর্টার শুভ্র সিনহা রায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারী ঢাকার জেলা জজ আদালতের পুরান ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের কোর্ট রিপোর্টার মো. আনোয়ারুল কবির বাবুল ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার মো. রুবেল হওলাদারকে বিজয়ী করা হয়েছে। এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক আলোকিত বাংলাদেশের রায়হান মোর্শেদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের মো. সানাউল ইসলাম টিপু জয়ী হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসাধারণ সম্পাদক দৈনিক জাতীয় অর্থনীতির মিজানুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক পুনরুত্থানের কোর্ট রিপোর্টার মাহবুব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আজিজুর রহমান শাহ। এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন কে এম খায়রুল কবীর, মো. হাফিজ উদ্দিন, মো. রবিউল ইসলাম রবি ও মুহাম্মদ ওয়াহিদুজ্জামান নবী বিপ্লব। ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম আজ সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার নজরুল ইসলাম ও আসাদুজ্জামান খান রচি উপস্থিত ছিলেন।

শুভ্র সিনহা রায় কুমিল্লা জেলার লালমাই থানার ৯ নং বাকই উত্তর ইউনিয়নের ৩ নং জয়শ্রী ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে বেঞ্চ সহকারী হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রীমকোর্টে ১২ বছরের বেশি আইন পেশা পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি জনপ্রিয় টেলিভিশন এনটিভিতে সিনিয়র রিপোর্টার হিসাবে দীর্ঘদিন কর্মরত রয়েছেন।