কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন কাউন্সিলর দিদার

303

লালমাই বার্তা ডেস্ক।।
করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উত্তরবঙ্গের কৃষি শ্রমিক না আসায় নিজ এলাকার কৃষক ও বর্গাচাষীদের পাশে দাঁড়িয়েছেন লাকসাম উপজেলা যুবলীগের সদস্য, লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার। স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতাখালি ফসলি মাঠের প্রায় ১৭ একর জমির ধান কেটে কৃষকদের বাড়ী পৌঁছে দিয়েছেন। বেশিরভাগ বর্গাচাষীর ধান তিনি মাড়াইও করে দিয়েছেন। কাউন্সিলর দিদারের মানবিক ও সেবামূলক এই উদ্যোগ স্যোসাল মিডিয়াসহ লাকসামে বেশ প্রশংসিত হয়েছে।

বর্গাচাষী সাহেরা বানু ও বকুল আক্তার বলেন, করোনা ভাইরাসের কারনে ধান কাটার জন্য কোন শ্রমিক পাচ্ছিলাম না । মাঠে পাকা ধানগুলো নষ্ট হওয়ার পথে। এমন সময়ে কমিশনার দিদার ভাই সবগুলো জমির ধান কেটে বাড়ী পৌঁছে মাড়াই করে দিয়েছেন।

ধান কাটায় অন্যান্য সুবিধাভোগীরা হলেন- কৃষক আহসান, বর্গাচাষী ফয়েজচুন্নেছা, কৃষক জব্বর, জহির আহম্মদ, হাবিবুর রহমান স্বপন, রফিক, হিরু মিয়া, বিল্লাল, মহরম আলী, আবদুল খালেক, আনোয়ার উল্যাহ, মুকছুদ আলী, ফাতেমা, বাবু, মিজানুর রহমান ও বাবুল আহমেদ প্রমুখ।
এদিকে মঙ্গলবার রাতে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি একটি টিভি চ্যানেলের টকশোতে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় কাউন্সিলর দিদারের ধান কাটা ও মাড়াইয়ের কথা উল্লেখ করে প্রশংসা করেন।

লাকসাম উপজেলা যুবলীগের সদস্য কাউন্সিলর আবদুল আলিম দিদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির নির্দেশে দলের নেতাকর্মীদের ৫টি গ্রুপে ভাগ করে আমি স্থানীয় বর্গাচাষী ও কৃষকদের ১৭ একর জমির ধান কেটে বাড়ী পৌছে দিয়েছি। অনেকের ধান মাড়াইও করে দিয়েছি। নির্বাচনের সময় পোস্টারে লিখেছিলাম, আমাকে ভোট দিন, সেবা করার সুযোগ দিন। বর্তমান দুর্যোগকালে সেই সেবার সুযোগটা কাজে লাগালাম।