স্টাফ রিপোর্টার ।। করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উত্তরবঙ্গের কৃষি শ্রমিক না আসায় নিজ এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ড যুবলীগ।
২৪ এপ্রিল শুক্রবার সকাল থেকে কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য দুলাল হোসেন অপুর নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা নগরীর শ্রীমন্তপুর ফসলি মাঠের কয়েকজন কৃষকের ধান কাটা শুরু করেন। সারাদিনে তারা প্রায় ৮০শতক জমির ধান কেটে কৃষকদের বাড়ী বাড়ী পৌঁছে দিয়েছেন।
যুবলীগ নেতাকর্মীদের এমন মানবিক ও সেবামূলক কাজ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
উপকারভোগী কৃষক হানু মিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকায় ধান কাটার জন্য উত্তরবঙ্গের কোন কৃষি শ্রমিক কুমিল্লা আসতে পারেনি। মাঠে পাকা ধানগুলো নষ্ট হওয়ার পথে। এমন সময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার সবগুলো জমির ধান কেটে বাড়ী পৌঁছে দিয়েছেন।
ধান কাটায় অংশগ্রহন করেন ২২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শিমুল ঘোষ, যুগ্ম আহবায়ক আবদুল হালিম, হানিফ দুলাল, ফয়েজ আহমেদ ভুলু, কবির খান, আলমগীর হোসেন, হাবিবুর রহমান রাসেলসহ শতাধিক নেতাকর্মী।
কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য ও ২২নং ওয়ার্ড যুবসমাজের অভিভাবক দুলাল হোসেন অপু বলেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপির নির্দেশে ও কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ ভাইয়ের পরামর্শে ২২নং ওয়ার্ড যুবলীগের শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে বিপাকে পড়া কৃষকদের ধান কেটে বাড়ী পৌঁছে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।