কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিল ভুলইন উত্তর ছাত্রলীগ

303

স্টাফ রিপোর্টার ।। বোরো ধান কাটার ভরা মৌসুম শুরু হয়েছে। করোনা ভাইরাসের কারনে দেশব্যাপি ধানকাটা শ্রমিক সংকট চলছে। কুমিল্লার লালমাইতেও দেখা দিয়েছে এ সংকট। এ অবস্থায় স্বেচ্ছাশ্রমে সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগ।

শুক্রবার (১লা মে) সকাল থেকে ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার অমিত ভুইঁয়া’র নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী তরুণ ইউনিয়নের শিকারপুর গ্রামের পঙ্গু কৃষক আবু তাহেরের ৪০ শতক জমির ধান কেটে বাড়ী পৌঁছে দিয়েছেন। ছাত্রলীগ নেতাকর্মীদের এমন মানবিক কাজ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

এ কাজের জন্য কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করেননি তারা। বিনা পারিশ্রমিকে প্রায় অর্ধশত তরুণ এ ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভুলইন উত্তর ছাত্রলীগের ধান কাটার বিষয়টি ছবিসহ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

কৃষক আবু তাহের বলেন, আমি পঙ্গু মানুষ। শ্রমিক সংকটে ধান কাটাতে পারছিলাম না। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ৪০ শতক জমির ধান কেটে বাড়ী পৌঁছে দিয়েছে।

ছাত্রলীগ নেতা ইফতেখার অমিত ভুঁইয়া বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কৃষককের ধান কেটে বাড়ী পৌঁছে দিচ্ছি। এলাকার গরীব কৃষকদের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।