চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
করোনা ভাইরাসের কারণে সারা দেশের মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে, তখন আর্তমানবতার লক্ষে প্রতিষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ওরা এগারোজন সংঘ খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়ালেন।
জানাযায় চৌদ্দগ্রাম উপজেলা কাশিনগর ইউনিয়নের গনি মিয়া বাজারে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে চাল,ডাল,আলু,তেল সহ নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করন ওরা এগারোজন ,এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম গুনবতী ডিগ্রি কলেজের প্রফেসর আমির হোসেন,ওরা এগারোজন সংঘের সাধারণ সম্পাদক শাহপরান সহ যাত্রপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ওরা এগারোজন সংঘের সাধারন সম্পাদক শাহপরান বলেন আমাদের এ সংগঠনটি অরাজনৈতিক, আমরা মানবতার কল্যাণে কাজ করি, অতীতের ন্যায় আমরা এবারও ঈদ সামগ্রী বিতরণ করবো, আপনারা সরকারের নিদেশ মেনে চলুন, ঘরে থাকুন নিরাপদে থাকুন।