করোনা পরিস্থিতিতে কৃষি কার্যক্রম তদারকিতে ৬৪ কর্মকর্তা

302

করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে ৬৪ কর্মকর্তাকে কৃষি কার্যক্রম তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। করোনা সংকটে খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখা, বেশি ফসল উৎপাদন এবং কৃষককে সহযোগিতা দিতে তাদের দায়িত্ব দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে, খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে, অধিক ফসল উৎপাদন করতে এবং কোনো জমি যেন পতিত না থাকে এই বিষয়ে কী কী ব্যবস্থা গৃহীত হয়েছে তা তদারকি করতে হবে এসব কর্মকর্তাদের।

এছাড়া বোরো ধান কাটার অগ্রগতি, কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং শ্রমিকের চাহিদা ও যোগান সম্পর্কিত বিষয়ে নজরদারি করবেন তারা। এর বাইরে এসব কর্মকর্তাদের আউশে প্রণোদনা, আউশের বীজতলা ও বপন; পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের অগ্রগতি; সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকের তালিকা প্রণয়নের অগ্রগতি; সবজি, ফল, ফুল ও অনন্য কৃষি পণ্য বিপণনে সহায়তা এবং প্রণোদনার আওতায় চার শতাংশ সুদে সাড়ে ১৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ গ্রহণে কৃষকদের সহায়তা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২রা মার্চ কৃষি মন্ত্রণালয় এবং এর দপ্তর-সংস্থার কর্মকর্তাদের ৬৪টি জেলার ‘বঙ্গবন্ধু কৃষি উৎসব’ তদারকির দায়িত্ব দেয়া হয়েছিল। এখন করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে তাদের কৃষি কার্যক্রম তদারকির দায়িত্ব দেয়া হলো।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গত ১৭ই মার্চ থেকে আগামী বছরের ১৭ই মার্চ পর্যন্ত দেশের সব ইউনিয়নে ‘কৃষি উৎসব’ করার কথা ছিল। মহামারী করোনার কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠান স্থগিত হওয়ায় এই কর্মসূচিতেও ভাটা পড়ে। ‘বঙ্গবন্ধু কৃষি উৎসব’ তদারকির দায়িত্বপ্রাপ্ত ওই কর্মকর্তাদেরকেই কৃষি কার্যক্রম তদারকির দায়িত্ব দেয়া হয়েছে।।