করোনায় অসহায়দের পাশে চান্দিনার খোরশেদ

762
স্টাফ রিপোর্টার ।।  বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সুবিধাবঞ্চিত মানুষদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় পবিত্র মাহে রামাদানে অনেক কষ্টের স্বীকার হতে হচ্ছে প্রতিনিয়ত।
চান্দিনা উপজেলার অন্তর্গত মাইজখার ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম কামারখোলা। কামারখোলা গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখ লাঘবে এগিয়ে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ খোরশেদ আলম
তিনি প্রতিদিন প্রথম রামাদান থেকে শুরু করে এ পর্যন্ত কামারখোলা গ্রামের ও আশেপাশের ১৫০ সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতার বিতরণ করে চলেছেন প্রতিদিন।
উক্ত এলাকার সকল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীদের নিয়ে প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত প্রতিদিন কামারখোলা গ্রামের ও আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে স্বাস্থ্য সম্মত উপায়ে নিজস্ব বাবুরচি দ্বারা রান্না করা ইফতার বিতরণ করছেন। ফলে এই করোনা মহামারী তে অসহায় সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষ গুলো র রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, উক্ত সুসাধু স্বাস্থ্য সম্মত উপায়ে রান্না করা ইফতার খেয়ে। এই সুবিধাভোগী অসহায় মানুষেরা বলেন এই রকম ইফতার খেতে পেরে আমরা খুব সহজেই রোজা কালীন লকডাউনে জীবন ধারণ করতে পারছি। মো: খোরশেদ আলম বলেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও আমার সহপাঠীদের, আমার গ্রামের প্রবাসী,বিত্তশালী,চাকরীজিবীদের প্রতি আমি কৃতজ্ঞ তাঁরা আমার ডাকে সাড়া দিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
কামারখোলা গ্রামের মত সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা এমন ঐক্য গড়ে উঠুক বাংলার প্রতিটি গ্রামে গ্রামে।