কনকশ্রী স্কুলে ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা

103

সংবাদদাতা: লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী উচ্চ বিদ্যালয়ে ২৬ মে (বৃহস্পতিবার) সকালে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ওলিউর রহমান মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।
সভায় উপস্থিত ছিলেন পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, লালমাই থানার উপ-পরিদর্শক প্রদ্যুৎ ঘোষ, ইউপি মেম্বার সাইদুল ইসলাম তিতু, সমাজসেবক তিতু সর্দারসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।