সংবাদদাতা ।। সামাজিক সংগঠন ‘উদ্দীপন বাগমারা’র উদ্যোগে ২শ টি সার্জিকেল হ্যান্ড গ্লাভস, ৫০টি সার্জিকেল মাস্ক ও ১শ টি পলিগ্লাভস বিনামূল্যে লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উদ্দীপন বাগমারার প্রতিষ্ঠাতা ও লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন করোনা সামগ্রীগুলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জয়াশীষ রায় এর হাতে তুলে দেন। পরে বুধবার বিকালে সংগঠনটির কর্মীরা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লালমাই উপজেলা মাঠে অনুষ্ঠিত গরু বাজারে মাস্কবিহীন অটো, সিএনজি, রিক্সা চালক, গরু ক্রেতা ও বিক্রেতাসহ সংশ্লিষ্ট সহস্রাধিক ব্যক্তিকে মাস্ক পরিয়ে দেন।
উল্লেখ্য করোনার শুরু থেকেই সংগঠনটির পক্ষ থেকে হতদরিদ্রদের খাদ্য সহায়তা ও অসুস্থদের চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। রক্তের ডোনার সংগ্রহেও উদ্দীপন বাগমারার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: কামাল হোসেন ইতোমধ্যে রক্তের ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন।