স্টাফ রিপোর্টার: লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বৃহত্তর লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বৃহত্তর বেলঘর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার আলী আজম মজুমদার ২১ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮.২০ টায় কুমিল্লা মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন শুক্রবার সকাল ১১ টায় ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে মরহুমকে তাঁর বাড়ি সংলগ্ন কালিয়াপুরী জামে মসজিদ প্রাঙ্গনে দাফন করা হয়েছে।
জানাজার নামাজের ইমামতি করেন ভুশ্চি গ্রামস্থ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ মজুমদার।
জানাজা পূর্বে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি। তিনি সাবেক চেয়ারম্যান আলী আজমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী বলেন, আলী আজম ভাই আওয়ামীলীগের জন্য নিবেদিত ছিলেন। ১৯৯৬ সালে আমার নির্বাচনে অনেক সহায়তা করেছেন। তিনি তৃণমূলের একজন সংগঠক ছিলেন।
জানাজার নামাজে অংশগ্রহন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, লাকসাম পৌর মেয়র প্রফেসর মো: আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হীরা, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসদুর রহমান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো: আয়াত উল্যাহ, ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ, সাবেক বন কর্মকর্তা হারুন অর রশিদ, ভুলইন দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক, বেলঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বেলঘর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল মালেক, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম মজুমদার, ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমসহ বিপুল সংখ্যাক মুসল্লী।
এদিকে আলী আজম চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা দিয়েছে লালমাই উপজেলা আওয়ামীলীগ ও লালমাই উপজেলা ছাত্রলীগ। লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। অপরদিকে লালমাই উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আহসান উল্যাহ ফরহাদ স্বাক্ষরিত শোক বার্তায় লালমাই উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নাঈম মজুমদারের পিতা আলী আজম মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি।