সংবাদদাতা: লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আজম মজুমদারের কবর জেয়ারত করলেন তাঁর প্রতিষ্ঠিত ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা। ২৫ এপ্রিল (সোমবার) বাদ জোহর বিদ্যালয়ের শিক্ষক আবদুল ওয়াদুধ এর নেতৃত্বে ছাত্ররা কবর জেয়ারত করেন। ওই সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বলেন, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলী আজম মজুমদারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিদ্যালয়ের শিক্ষক ও সকল ছাত্ররা সোমবার প্রতিষ্ঠাতার কবর জেয়ারত করেছেন।
উল্লেখ্য ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার আলী আজম মজুমদার গত ২১ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮.২০ টায় কুমিল্লা মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। পরদিন শুক্রবার সকাল ১১ টায় ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে মরহুমকে তাঁর বাড়ি সংলগ্ন কালিয়াপুরী জামে মসজিদ প্রাঙ্গনে দাফন করা হয়েছে। মৃত্যুর পরদিন থেকেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে শোক জানিয়ে একাধিক ব্যানার বিদ্যালয় প্রাঙ্গনে দেখা গেছে।