আলী আজম চেয়ারম্যানের কবরে অর্থমন্ত্রীর এপিএস’র ফুলেল শ্রদ্ধা

78

সংবাদদাতা: লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আজম মজুমদারের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির এপিএস কেএম সিংহ রতন। ৩১ জুলাই দুপুরে তিনি কালিপুরী জামে মসজিদ সংলগ্ন কবরে শ্রদ্ধা জানিয়ে মরহুমের প্রতিষ্ঠিত ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক মজুমদার, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একরামুল হক, ইউপি মেম্বার সফিকুর রহমান, ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম মজুমদার, লালমাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, শিমুল বড়–য়া প্রমুখ।
উল্লেখ্য ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার আলী আজম মজুমদার গত ২১ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮.২০ টায় কুমিল্লা মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। পরদিন শুক্রবার সকাল ১১ টায় ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে মরহুমকে তাঁর বাড়ি সংলগ্ন কালিয়াপুরী জামে মসজিদ প্রাঙ্গনে দাফন করা হয়েছে।