আলীশ্বরে ৪ গরু চোর আটক

225

স্টাফ রিপোর্টার ।।  লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর রেলওয়ে স্টেশন এলাকায় ২৬ নভেম্বর গভীর রাতে ধাওয়া করে একটি ষাড় গরুর বাচুর ও একটি সিএনজি অটোরিক্সাসহ ৪ চোর কে আটক করেছে এলাকাবাসী। সংবাদ পেয়ে লালমাই থানা পুলিশ আটককৃত ৪জনসহ বাচুর ও অটো রিক্সা পুলিশ হেফাজতে নেয়। আটককৃতরা হলেন-বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর (হদগরা) গ্রামের মৃত মততাজ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩০), পূর্ব আশকামতা গ্রামের মৃত সোয়াব মিয়ার ছেলে আবদুল মমিন (৩৩), বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (২০) ও পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ গ্রামের মুকবুল আহমদের ছেলে আলী হাসান প্রকাশ রনি (২০)। এঘটনায় গরুর বাচুরটির মালিক উত্তর দৌলতপুরের আবদুর রহমানের ছেলে আবদুর রহিম (৩৪) বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে লালমাই থানায় একটি মামলা (নং ৪, তাং ২৬/১১/২০২০ইং) দায়ের করেন।