আর্মি স্বপনের যুবলীগে যোগদান

482

পেরুল দক্ষিণ সংবাদদাতা ।। লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের জাফরপুর গ্রামের মরহুম আবদুল মজিদের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ও ব্যবসায়ী একরামুল হক স্বপন প্রকাশ আর্মি স্বপন আনুষ্ঠানিকভাবে যুবলীগের যোগদান করেছেন। শনিবার সন্ধ্যায় (৬ সেপ্টেম্বর) তার নিজ বাড়ীতে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব। এসময় পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: শাহ আলম সরোয়ার, উপজেলা যুবলীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম, কামরুল হাসান ভুট্টু, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম খোকন, সাহাবুদ্দীন, মাছুম মজুমদার, ইউপি মেম্বার হাবিবুর রহমান, পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।


আর্মি স্বপন একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি প্রবাসী বাংলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, লাকসাম অটোমোবাইলস এসোসিয়েশন’র সেক্রেটারী ও বোড়ইন-জাফরপুর মৈত্রী সংঘ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবসমাজের অভিভাবক মোস্তাফিজুর রহমান ডালিমের রাজনৈতিক কর্মকান্ডে সন্তোষ্ট হয়ে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন।
একরামুল হক স্বপন লালমাই বার্তাকে বলেন, বঙ্গবন্ধু আমার আদর্শ। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি আমার নেতা। এতোদিন সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না। এখন থেকে যুবলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করবো।