রিয়াজ উদ্দিন ।। অন্তহীন জ্ঞানের আঁধার হল বই, আর বইয়ের আবাসস্থল হল লাইব্রেরি। একটি লাইব্রেরি মানব জীবনকে যেমন পাল্টে দেয়, তেমনি আত্মার খোরাকও যোগায়। তাই লাইব্রেরিকে বলা হয় সেরা আত্মীয়। এমনি একটি নতুন আত্মীয়ের নাম ‘আলোর যাত্রা’।
১২ জুন শুক্রবার বিকালে লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রামে ‘আমুয়া ছাত্র কল্যাণ সংস্থার’ উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে লাইব্রেরিটির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি, ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমান উল্যাহ আমান।
আমুয়া ছাত্র কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও লালমাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী আবদুল হালিম, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সমাজসেবক জাহাঙ্গীর, আবদুল আউয়াল মেম্বার, ওমর ফারুক, যুবলীগ নেতা গোলাপ হোসেন, আমির হোসেন, রাখাল চন্দ্র সিংহ, মাহফুজুল ইসলাম রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া গ্রামের ২জন মেধাবী শিক্ষার্থীসহ সকল কৃতকার্য শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
‘আলোর যাত্রা’ লাইব্রেরীতে প্রথম দৃশ্যমান বই ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’।
উল্লেখ্য ২০১৮ সালের ১৯ জুন আমান উল্যাহ আমান কে সভাপতি ও মাসুদ রানা কে সাধারণ সম্পাদক করে ‘আমুয়া ছাত্রকল্যাণ সংস্থা’র কার্যকরী কমিটি ঘোষনা করেছিলেন সংগঠনের তৎকালীন বিদায়ী সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের।