আদমপুর শান্তি সংঘ’র উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন ও শীতবস্র বিতরণ

244

সংবাদদাতা ।। মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলার লালমাই উপজেলার আদমপুর গ্রামের সামাজিক সংগঠন ‘আদমপুর শান্তি সংঘের’ উদ্যোগে আয়োজিত সভা, ব্লাড ক্যাম্পেইন ও বস্র বিতরণ কর্মসুচি সামাজিক দুরত্ব বজায় রেখে পালন করা হয়।  এতে উপস্থিত ছিলেন আদমপুর শান্তি সংঘের সভাপতি – মোঃ মীর হোসাইন (মেম্বার অব BTC/বিডি টেক্স কেয়ার), সহ-সভাপতি – মোঃ রাশেদুল ইসলাম, সেক্রেটারী- মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মহসিন উদ্দিন, মোঃ রাসেল হোসেন ও অর্থ- সম্পাদক – মোঃ রিয়াজ উদ্দিনসহ সকল সদস্য বৃন্দ।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সহআমন্ত্রিত অতিথি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ডা. আলহাজ্ব নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার মোঃ আনোয়ার হোসেন বি.এস. সি ( পরতি ফাজিল ডিগ্রি মাদ্রাসা), বিশিষ্ট সমাজ সেবক – সাইফুল ইসলাম (মুকবুল) ও বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার মোঃ হারুনুর রশিদ, ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাবিবুল্লাহ, সহগ্রামের মান্য গন্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মীর হোসাইন, আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্যবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমন্ত্রিত অতিথিবৃন্দসহ গ্রামের সকল শ্রেনীর মানুষ সংগঠনের এই সকল কর্মসুচিতে সন্তুষ্ট ও আনন্দিত। তারা মন্তব্য করেন, সমাজ সুন্দর কল্পে এমন সংগঠন প্রতিটি গ্রামে থাকা আবশ্যক। সকলেই এ সকল কাজের জন্য অনুপ্রাণিত করেন ও ভবিষ্যতে তারাও এসকল মহত কাজে অংশগ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন এবং সকলেই এ সংগঠনের সাফল্য কামনা করেন।