আটিটিতে বড় সাফা খতম অনুষ্ঠিত

214

পেরুল উত্তর সংবাদদাতা ।। লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে ২৬ ডিসেম্বর শনিবার ১ম বার্ষিক বড় শাফা খতম অনুষ্ঠিত হয়েছে। আটিটি পূর্ব পাড়া বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত শাফা খতমে এলাকার আলেম ও হাজী সাহেবগণ উপস্থিত ছিলেন। শাফা খতমে সভাপতিত্ব করেন বৃহত্তর পেরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব চাঁন মিয়া কন্ট্রাক্টর। মোনাজাত পরিচালনা করেন মগুয়া ঈদগাঁ’র ইমাম অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম।

মিলাদ পরিচালনা করেন ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমতপুরী। ধর্মীয় আলোচনা করেন হাজীগঞ্জ নেছারাবাদ ছালিহিয়া ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মফিজুর রহমান, শাসনপাড় আটিটি বাজার আইএইচ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেন, মাতাইকোট মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান হাবিব, মাওলানা আবু হানিফ সোহেল, মাওলানা হায়াতুন্নবী প্রমুখ। খতম পরিচালনা করেন আটিটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি কাজী মাওলানা রবিউল হোসেন। খতমে অংশগ্রহন করেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ অহিদুর রহমান মাছুম, আটিটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক, মাষ্টার এবিএম জহিরুল আলম চৌধুরী, অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল, যুবলীগ নেতা ইকবাল, ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ।