পেরুল উত্তর সংবাদদাতা ।। লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি গ্রামবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে কমিউনিটি ক্লিনিক। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আটিটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেনের দানকৃত ৮শতক জমিতে ক্লিনিক ভবনটি নির্মাণ করা হয়েছে। আওয়ামীলীগ নেতা আলী হোসেনের প্রচেষ্টায় ২০১৮ সালে জমি দলিল ও নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের নভেম্বরে ক্লিনিকটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ক্লিনিকটিতে নরমাল ডেলিভারিসহ সব রকমের প্রাথমিক স্বাস্থ্য সেবা পাবে গ্রামবাসী। শীঘ্রই কুমিল্লার সিভিল সার্জন ক্লিনিকটি উদ্বোধন করার কথা রয়েছে।
ক্লিনিকে আগত যে কোন রোগী প্রথমে তার নাম রেজিষ্টার করবেন। অত:পর ক্লিনিকে কর্মরত সিএইচসিপির নিকট তার সমস্যা সম্পর্কে বিস্তারিত বলবেন। সিএইচসিপি সংশ্লিষ্ট রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দিবেন। যদি রোগ জটীল হয়ে থাকে তাহলে সিএইচসিপি তাৎক্ষনিক ভাবে উক্ত রোগীকে অপেক্ষাকৃত উচ্চতর চিকিৎসা সেবা কেন্দ্রে রেফার করবেন। প্রতি মাসে একদিন অত্র ক্লিনিকে সবজাতক শিশুদের টিকা দেয়া হবে। এছাড়াও গর্ভবতী মা এবং কিশোরীদের টি,টি,টিকা দেয়া হবে। গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ যথাযথ ঔষধ সরবরাহ করা হবে। বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রন বড়ি, কনডম ও ইনজেকশন প্রদান করা হবে।
উল্লেখ্য জমি দাতা আলী হোসেন এর আগেও সরকারের কৃষি বিভাগ ও ইসলামি ফাউন্ডেশন কে জমি দিতে চেয়েছিলেন। গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারলে তিনি আরো জমি দান করবেন বলে জানান। ক্লিনিক প্রতিষ্ঠিত হওয়ায় ইউপি মেম্বার আনোয়ার হোসেনসহ গ্রামবাসী জমি দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।