অর্থমন্ত্রীর জামাতার মৃত্যু; বিভিন্ন জনের শোক প্রকাশ

205

স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো: দিলশাদ হোসেন লন্ডনস্থ নিজ বাসায় মৃত্যু বরণ করেছেন। ১৮ এপ্রিল লন্ডনের পুলিশ বাসার লক ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছেন যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। উদ্ধারের কমপক্ষে দুদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে দিলশাদ বাসায় একাই ছিলেন।

মরহুম দিলশাদ হোসেন ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ভাগনে ও সাঈদ খোকনের ফুপাতো ভাই।

অর্থমন্ত্রীর বড় জামাতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামাল নাছের, এনাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা: মোতাহের হোসেন জুয়েল, লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহীদুল ইসলাম, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, অর্থনীতিবিদ মোস্তফা সাজ্জাদ এফসিএ, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, এম এ রহমান নেভী, ইব্রাহিম খলিল মজুমদার, লালমাই প্রেসক্লাব’র সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আয়াত উল্লা, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান একরামুল হক, পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান এজিএম শফিকুর রহমান, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইউব আলী, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, বাগমারা দক্ষিণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ডাঃ শাহ আলম, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, লালমাই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মো: সালেহ,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা আকতার হোসেন পারভেজ, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টুু, প্রভাষক আমান উল্যাহ আমান, লোটাস কামাল গ্রুপের লালমাই অঞ্চলের ইনচার্জ মনির হোসেন সুমন প্রমুখ।

উল্লেখ্য, যুক্তরাজ্যের নিময়কানুন পালন করে মরহুমের মরদেহ ঢাকায় এনে দাফন কার্যক্রম প্রক্রিয়াধীন।