জহিরুল ইসলাম জহির।। করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির উদ্যোগে ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালের ২য় তলায় ২টি আইসিইউ শয্যা, ২টি হাইপ্লো নেজাল ক্যানুলা, ৩টি অক্সিজেন কনসেন্ট্রোটর, ১টি বাইপেপ ভেন্টিলেটর, ১টি সিপেপ ভেন্টিলেটর, ১২টি সিলিন্ডার সম্বলিত সেন্ট্রাল অক্সিজেন, ইসিজি ও এক্সরে মেশিন, ১০টি অত্যাধুনিক পেশেন্ট মনিটর, ১টি অটোক্ল্যাভ মেশিন, ১টি ল্যারিংগোস্কোপ, ২টি বৈদ্যুতিক সাকার মেশিন ও ১০টি স্পেশাল শয্যা স্থাপন করা হয়েছে।
এছাড়া করোনা আক্রান্তদের জন্য হাসপাতালের নিজস্ব উদ্যোগে ১২ শয্যার আইশোলেশনও প্রস্তুত করা হয়েছে।
লালমাই উপজেলার পাশাপাশি অর্থমন্ত্রীর নির্বাচনী আসনের (কুমিল্লা-১০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই সেবা চালু করা হচ্ছে।
আগামী সপ্তাহের মধ্যেই অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩টি হাসপাতালে একযোগে আইসিইউ এর এই সেবা উদ্বোধন করার কথা রয়েছে। একই দিনে তিনি সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর সেবাও উদ্বোধন করবেন।
লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন, করোনা চিকিৎসায় বাগমারা হাসপাতালে আইসিইউ স্থাপন করায় প্রিয় নেতা প্রিয় অভিভাবক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির প্রতি আমরা কৃতজ্ঞ।
বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে অর্থমন্ত্রীর উদ্যোগে বাগমারা ২০ শয্যা হাসপাতালে ২টি আইসিইউ শয্যা ও সেন্ট্রাল অক্সিজেন সম্বলিত ১০টি শয্যা স্থাপন করা হয়েছে। শীঘ্রই এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হবে। তবে আইসিইউ সেবা চালু রাখতে হলে হাসপাতালে পর্যাপ্ত জনবল পদায়ন করতে হবে।
লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেন, করোনাকালে লালমাই উপজেলাবাসীর জন্য বাগমারা ২০ শয্যা হাসপাতালে আইসিইউ ও হাইপ্লো অক্সিজেন সেবার উদ্যোগ নেওয়ায় অর্থমন্ত্রীর নিকট আমরা কৃতজ্ঞ।
অর্থমন্ত্রীর ছোট ভাই ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতাল, সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থমন্ত্রীর উদ্যোগে করোনা আক্রান্তদের জন্য আইসিইউ ও হাইপ্লো অক্সিজেন সেবা চালু করা হচ্ছে। প্রতিটি হাসপাতালে ২টি করে আইসিইউ শয্যা স্থাপন করা হয়েছে। আশা করছি অর্থমন্ত্রী মহোদয় শীঘ্রই একযোগে সকল হাসপাতালে এই সেবা উদ্বোধন করবেন।
উল্লেখ্য ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি বাগমারা ২০ শয্যা হাসপাতাল উদ্বোধন করেন। তবে দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও জনবল সংকটের কারনে হাসপাতালটিতে ইনডোর সেবা চালু করা সম্ভব হয়নি।