সংবাদদাতা: ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফখর উদ্দিন স্বপনের বাবা, ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া নিবাসী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো: মোবারক হোসেন (৮৫) ২৯ মে (রোববার) রাত ৮টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন সোমবার সকাল ১০ টায় নিজ বাড়িতে জানাজা শেষে মরহুম কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে, হলদিয়া উসমানিয়া মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান এমরান কবির, মাওলানা আলী আশ্রাফ, ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিস, লালমাই উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার জয়নাল আবেদীনসহ মরহুমের আত্মীয়স্বজন, জনপ্রতিনিধি, আলেম ও এলাকাবাসী।