অধ্যক্ষ আবদুল মমিন মজুমদারের নেতৃত্বে লালমাই ক্লাব’র আত্মপ্রকাশ

199

স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লালমাই সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল মমিন মজমুদারের নেতৃত্বে ‘লালমাই ক্লাব’ নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে ২৭ মার্চ উপজেলা ব্যাডমিন্টন ক্লাবে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় ক্লাব সভাপতি আবদুল মমিন মজুমদারসহ নেতৃবৃন্দ জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষনা করেন। এরপর সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করে ক্লাব সভাপতি স্বাগত বক্তব্য রাখেন। এক এক করে সংগঠনের সম্মানিত সদস্যদের পরিচিতি তুলে ধরেন। বেলা ১১টায় লালমাই উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শুরু হয়। এসময় ক্লাব সদস্যরা বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে ছাতা উপহার দেন। দুপুরে খাবারের পর ২য় পর্বের অনুষ্ঠানে ক্লাব সদস্যদের অংশগ্রহনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব প্রমুখ।


ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সাংগঠনিক সদস্য আমির হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুল হক মুন্সী, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমর কৃষ্ণ বনিক, হোমিও চিকিৎসক শাহ আলম, অর্থনীতিবিদ মোস্তফা সাজ্জাদ এফসিএ, শিল্পপতি কোরবান আলী, মিজানুর রহমান, সিনিয়র মহানগর দায়রা জজ দিদার হোসাঈন, লালমাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদার, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন প্রমুখ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার কে এবং বাংলাদেশ উন্নয়নশীলে দেশে রুপান্তর করায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি সম্মাননা স্বারক দেওয়া হয়। স্বারক দুটি তাঁদের প্রতিনিধিরা গ্রহন করেন।